,
শিরোনাম:
পথ দেখোনার কথা বলে বাঞ্ছারামপুরে শিশু ধর্ষণ \ অভিযুক্ত গ্রেপ্তার “গোলাম মুস্তাফা আবৃত্তি পদক” প্রাপ্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের গবেষক কবি জয়দুল হোসেনকে সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়ায় কুখ্যাত ছিনতাইকারী আটক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ট্রেনের টিকেটসহ পাঁচ কালোবাজারি আটক, প্রায় অর্ধলক্ষ টাকা জব্দ আপেক্ষিক অর্থে বলা হয়েছে ৫০ বছর সময় লাগলেও সুষ্ঠ তদন্ত ও প্রকৃত অপরাধীদের ধরা হবে..ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী৷ ব্রাহ্মণবাড়িয়ায় গণসংবর্ধণার জবাবে গণপূর্ত মন্ত্রী মোকতাদির চৌধুরী এমপি মজুদদারদের জরিমানা নয়, কারাগারে পাঠানোর অনুরোধ জানাই ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবন করে অশ্লীল আচরন করায় সাতজনকে কারাদন্ড অবৈধভাবে খাল কাটা ও ব্যক্তিগত রাস্তা নির্মানের প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাঞ্ছারামপুরে পুকুরে মিললো কিশোরের হাত-পা বাধাঁ লাশ৷

স্বামীকে বোরকা পরিয়ে রেস্টুরেন্টে পাকিস্তানি নারী

আন্তর্জাতিক ডেস্ক : লিঙ্গ-বৈষম্যের প্রতিবাদ জানাতে স্বামীকে বোরকা পরিয়ে রেস্টুরেন্টে নিয়ে এলেন এক পাকিস্তানি নারী। ইনস্টাগ্রামের এ নিয়ে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমার সুন্দরী স্বামীর সৌন্দর্য দেখার হক(অধিকার) কেবল আমারই। মুখ না ঢাকলে তাকে যৌন হেনস্থা করা হতে পারে।’

তিনি বলেন, ‘সে আমার সুন্দরী স্বামী। আপনারা দেখতে পাচ্ছেন না, কতোটা সুন্দর সে। কারণ তার সৌন্দর্য ঢাকা পড়ে আছে। কেননা আমারই কেবল তার ওপর অধিকার রয়েছে। তার সবকিছু, সাফল্য, স্বপ্ন এমনকি তার পুরো জীবনটাই আমার কাছে বাঁধা পড়ে আছে। ওর দিকে কুনজর দেওয়াটা পাপ।’

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমি চাই ও বাইরে না বেরিয়ে ঘরেই থাকুক। কারণ, দুনিয়াটা ভাল জায়গা নয়। তবে আমার সঙ্গে বাইরে গেলে অবশ্য ঠিক আছে।’

পাকিস্তানের মেয়েদেরকে কেবল সন্তান উৎপাদন ও ভোগের বস্তু হিসেবে দেখা হয়। এ প্রচলিত ধারণার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘ওর বেঁচে থাকার প্রধান উদ্দেশ্যই তো সন্তান উৎপাদন করা এবং আমাকে মা হতে দেওয়া।

ফলে যাই হোক না কেন, আমি ওকে এই রেস্টুরেন্টেই খেতে নিয়ে আসব। কারণ এখানে স্টেরয়েড ছাড়া চিকেন পাওয়া যায়। আর স্টেরয়েড দেওয়া চিকেন খেলে যৌনক্ষমতায় প্রভাব পড়তে পারে।’

প্রচলিত সংস্কৃতিকে ব্যাঙ্গ করে তিনি আরও লিখেছেন, ‘বাইরে বেরোলে যেভাবে ও নিজেকে লুকিয়ে রাখে সেটা আমার খুব ভাল লাগে। কারণ ও তো খোলা সিন্দুক। আর আমি চাই না যে ও যৌন হেনস্থার শিকার হোক। এরপরেও যদি হয়, তবে ভাগ্যের পরিহাস ভেবে তা স্বীকার করে নেব। তবে হেনস্থাকারীর বিচার চাইব।’

ওয়েব ডিজাইন ঘর

Sorry, no post hare.