খবর সারাদিন: সামনে সিগারেট বিক্রি করার দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- তালুকদার (৩০) ও রফিককে (৩২)। তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর বিভিন্ন স্কুল কলেজের সামনের দোকানে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রি হচ্ছে। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ বার বার বিড়ি-সিগারেট-তামাকজাত দ্রব্য বিক্রয়, প্রদর্শন, মজুদ না করার জন্য সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে প্রকাশ্যে এসব বিক্রি করে।
এসময় জিলা স্কুলের সামনে দোকানে সিগারেট ও তামাকজাত দ্রব্য রাখায় বাদল তালুকদার ও রফিককে কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী জানান, ইভটিজিং ও স্কুল কলেজের সামনে বিড়ি-সিগারেট বিক্রির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে