,
শিরোনাম:
টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগিরক পার্টির বিক্ষোভ মিছিল আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি’র উদ্যোগে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আইপিএল ফিক্সিংয়ে নিজের সম্পৃক্ততা নিয়ে যা বললেন ধোনি

images 1

ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইপিএল) এর দ্বাদশ আসর শুরু হচ্ছে আজ শনিবারই। তবে ঘুরেফিরে আসছে এই প্রতিযোগিতার ষষ্ঠ আসরের ফিক্সিং কাণ্ড। যেখানে জড়িয়ে গিয়েছিল ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ অনেক নামিদামি ক্রিকেটারের নাম।

২০১৩ সালের আইপিএলেল ষষ্ঠ আসরে দলগতভাবে নিষিদ্ধ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন ধোনি। তবে ফিক্সিং নিয়ে ছয় বছরেও মুখ খুলেননি ধোনি। অবশেষে সেই সময়কে ‘কঠিন ও হতাশাজনক’ উল্লেখ করে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন তিনি। ফিক্সিং ইস্যুতে এতোদিন মুখে কুলুপ এটে থাকার ব্যাখ্যাও দিলেন ধোনি।

ধোনির দাবি ওই সময়ে কেউ প্রশ্ন করেনি, তাই এ নিয়ে ব্যাখ্যাও দেয়া হয়নি। তিনি বলেন, ‘সমস্যা হল, মানুষ যখন ধরে নেয় কাউকে খুব শক্ত প্রকৃতির, তখন বেশির ভাগ সময়েই কেউ তার কাছে এসে সবকিছু জানতে চায় না। সেই সময়ে আমি এই ব্যাপারে অন্য কারও সঙ্গে কথা বলতাম না। তবে ব্যাপারটা আমাকে খুব অস্বস্তিতে রাখত। আমি চাইতাম না কোনওকিছু আমার ক্রিকেটের উপর প্রভাব ফেলুক। আমার কাছে, ক্রিকেটই সব।’

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ‘রোর অফ দ্য লায়ন’ তথ্যচিত্রে প্রশ্ন তুলেছেন ২০১৩ আইপিএল ফিক্সিং কাণ্ডে সিএসকে ক্রিকেটারদের কী দোষ ছিল? তিনি বলেন, ‘আমাদের সেই সময় শাস্তি প্রাপ্য ছিল। কিন্তু কত বড় শাস্তি? শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম, দুই বছরের জন্য চেন্নাইকে নিষিদ্ধ করা হচ্ছে। মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল শাস্তির কথা ঘোষণা হওয়ার পরে। কারণ, অনেক কিছুই ব্যক্তিগতভাবে আঘাত করে। তাছাড়া অধিনায়ক হিসেবে প্রশ্ন উঠতে শুরু করে, দলের দোষ কোথায়।’

তিনি আরও যোগ করেছেন, ‘এটা ঠিক আমাদের (ফ্র্যাঞ্চাইজি) পক্ষ থেকে ভুল হয়েছিল। কিন্তু তাতে কী ক্রিকেটারেরা যুক্ত ছিল? আমরা কী দোষ করলাম যে, আমাদের এত কিছুর মধ্যে দিয়ে যেতে হল?’

আইপিএলের এই ফিক্সিং বিতর্কে ধোনির নামেও আঙুল তুলেছিলেন কেউ কেউ। এ বিষয়ে ধোনি প্রশ্ন রেখে বলেন, ‘ফিক্সিং নিয়ে কথাবার্তায় আমার নামও উঠত। মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় এমনভাবে সবকিছু দেখানো হত, যেন ফিক্সিংয়ে আমাদের দলও জড়িত, আমি জড়িত। এটা কী সম্ভব? হ্যাঁ, এটা ঠিক যে কেউ স্পট ফিক্সিং করতে পারে। আম্পায়াররা পারে, ব্যাটসম্যান বা বোলাররা পারে। কিন্তু ম্যাচ ফিক্সিং দলের বেশির ভাগ ক্রিকেটার যুক্ত না থাকলে কীভাবে সম্ভব?’

দুই কর্মকর্তা জড়িত থাকার অভিযোগে ২০১৫ সালের জুলাইয়ে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য নির্বাসিত করা হয় আইপিএল থেকে। সেই দুই কর্তা চেন্নাইয়ের গুরুনাথ মায়াপ্পন এবং রাজস্থানের রাজ কুন্দ্রা। ধোনি স্বীকার করেন চেন্নাই দলের সঙ্গে যুক্ত ছিলেন তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের জামাই মায়াপ্পন। তবে ধোনির মন্তব্য, ‘মায়াপ্পন দলের সঙ্গে কতটা যুক্ত ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।’

শেয়ার করুন

Sorry, no post hare.