হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, গোপন সংবাদের মাধ্যমে শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো ৯টি প্যাকেট পরিত্যক্ত (মালিকবিহীন) অবস্থায় উদ্ধার করা হয়।
পরে প্যাকেটগুলো কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপ খুলে তার ভেতরে ৪৮টি স্বর্ণবার (ওজন ১৫.৭৩৮ কেজি) পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণবারের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ
শেয়ার করুন