খবর সারাদিন : শার্শা উপজেলার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ৭ টুকরা সোনার বারসহ দুই সোনা পাচারকারীকে আটক করেছে।
আটক পাচারকারী বাগডাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে মনিরুজ্জামান (৪৮) এবং হিজলদি দারকি গ্রামের আব্দুল খালেকের ছেলে আবুল খায়ের (৫০)। বিজিবি জানিয়েছে, জব্দকৃত সোনার দাম প্রায় সাত লাখ টাকা। খুলনা ২১ বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ্ সরকার জানান, আটককৃতদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে সোমবার ভোরে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ২১ বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ শাহাজাহান কবীর (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী বেনাপোল বড় আঁচড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, পায়ের সঙ্গে বিশেষ কায়দায় ফেনসিডিল সংযুক্ত থাকা অবস্থায় তাকে আটক করা হয়েছে। আটক কবীরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।