আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নকে আর অন্ধভাবে অনুসরণ করবে না বলে মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ভূ-রাজনৈতিক বিশ্লেষক জ্যাকব শাপিরো।
তিনি বলেন, তুরস্ক পরিবর্তিত হয়েছে। এখন দেশটি যুক্তরাষ্ট্রের এমন সহযোগী হতে চাচ্ছে না যে বিনাবাক্যে তার কথায় চলবে। দেশটির নিজস্ব স্বার্থ রয়েছে, যা অর্জনে সে চেষ্টা করবে।
এ ব্যাপারে জ্যাকব শাপিরো বলেন, ‘আগ্রহের জায়গাগুলোতে কখনো কখনো যুক্তরাষ্ট্র ও ইউরোপের স্বার্থের মিল হবে। আবার কখনো কখনো তাদের মিল হবে না।’
তবে তুরস্কের সাথে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক ভাঙার কোনো সম্ভাবনা নেই বলেও এক নিবন্ধে তিনি বিশ্লেষণটি তুলে ধরেন।
উল্লেখ্য, জ্যাকব শাপিরো মার্কিন যুক্তরাষ্ট্রের এনালিস্ট ফর জিওপলিটিক্যাল ফিউচারের (জিএফপি) ডিরেক্টর। তিনি তার অঞ্চলে তুরস্কের স্বল্প ও দীর্ঘমেয়াদি ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ এবং রাশিয়ার এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার তুরস্কের সিদ্ধান্তের উপর আঙ্কারা এবং ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মূল্যায়ন করেন।