খবর সারাদিন : বাংলাদেশে তাদের সমর্থকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে লিওনেল মেসির ক্লাব।
ছবিতে তারা লিখেছে, ‘আমাদের সকল বাংলাদেশি সমর্থকদের প্রতি রইল স্বাধীনতা দিবসের শুভেচ্ছ।’
গতকাল ২৬শে মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস। জাতীয় এ দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে পুরো বিশ্ব। তাতে যোগ দেয় স্পেনের কাতালান প্রদেশের বিখ্যাত এ ক্লাবটি।
বার্সার এই পোস্টের পর গতকাল সন্ধ্যায় ৮৬ হাজার লাইক পড়েছিল। এছাড়াও প্রায় সাত হাজার মন্তব্য পড়ে এবং এটি প্রায় ১৯ হাজার বার শেয়ার করা হয়।
শেয়ার করুন