স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ভবনের ভেতর ঢুকে আটকে পড়াদের উদ্ধার ও পূর্ণাঙ্গ তল্লাশি চালাতে যাচ্ছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার এফ আর টাওয়ার নামের ওই ২২তলা ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় আটকা পড়াদের উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের হাইড্রোলিক ল্যাডার ও ক্রেন ছাড়াও বিমানবাহিনীর ৩টি হেলিকপ্টার যোগ করা হয়েছে।
অগ্নিকাণ্ডে আহতদের জরুরি চিকিৎসাসেবার জন্য রাজধানীর সব সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের বিষয়ে স্বাস্থ্য মহাপরিচালক জানান, বেলা ৩টা পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, এক শ্রীলংকান নাগরিকসহ মোট ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও প্রায় ২৭ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।