,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

আগামীকাল নির্বাচন ব্রাহ্মণবাড়িয়ার সবকটি কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম, র‌্যাবের মহড়া

images 5

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আগামীলকাল ৩১ মার্চ ৪র্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার ৯ টি উপজেলার মধ্যে ৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট সামগ্রী বিতরণ শুরু হয়। স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরাঞ্জাম বুঝিয়ে দেয়া হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরাঞ্জাম পৌছে দেয়া হচ্ছে। নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলো হল ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আখাউড়া, কসবা, নাসিরনগর, নবীনগর ও আশুগঞ্জ। উল্লেখ্য কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় কসবা ও আখাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫ টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যানপদে ২৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ জন রয়েছেন। ৭ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১৫ লাখ ৬৫ হাজার ৭৭০ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৯৪ হাজার ৯৪৯ জন এবং নারী ভোটার ৭ লাখ ৭০ হাজার ৮২১ জন।
এদিকে, উপজেলা নির্বাচন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মহড়া চালিয়েছে র‌্যাব-১৪। দুপুরে শহরের টি. এ রোড, ফকিরাপুলসহ বিভিন্ন গুনুত্বপূর্ণ স্থানে এ মহড়া চালানো হয়। এ সময় ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথসহ র‌্যাবের সদস্যগন উপস্থিত ছিলেন। র‌্যাব জানায়, নির্বাচনে কোন রকম বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকান্ড এড়াতে র‌্যাব তৎপড় রয়েছে। জেলায় নির্বাচনী কাজে র‌্যাবের ২ শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Sorry, no post hare.