আন্তর্জাতিক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে কিশোরীকে যৌন হয়রানির দায়ে এক ভারতীয় যাজককে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ৩৮ বছর বয়সী ওই যাজকের নাম জন প্রবীণ। খবর ভারতীয় বার্তা সংস্থা পিটিআই’র।
জনের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, গত বছর যুক্তরাষ্ট্রে সাউথ ডাকোটার র্যাপিড সিটি গির্জায় ১৩ বছর বয়সী কিশোরীকে যৌন হয়রানি করেন। তিনি মেয়েটির জামার ওপর দিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন।
বিচারক স্টিভেন ম্যান্ডেল বলেন, ‘প্রবীণ যে অপরাধ করেছে সে তুলনায় এই শাস্তি কিছু না। যারা এ ধরনের অপরাধের শিকার হয়েছে কেবল তারাই বুঝতে পারবে এটি কতটা বেদনাদায়ক।’
বিচারক জানান, ৩ বছর পর প্যারোলে মুক্তি পেতে পারবেন প্রবীণ। এরপর তাকে ভারতে ফেরত পাঠানো যাবে। উল্লেখ্য, ১০ বছর দ্বায়িত্ব পালনের জন্য প্রবীণকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিলো।
২০১৭ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো প্রবীণ আদালতে ক্ষমা প্রার্থণা করেন। কান্নারত অবস্থায় তিনি বলেন, ‘আমি মেয়েটি ও তার পরিবারের কাছে আমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি যা করেছে তার জন্য দুঃখপ্রকাশই যথেষ্ট নয়।’
ক্ষমা প্রার্থনা করেছে র্যাপিড সিটি গির্জা কর্তৃপক্ষও। প্রধান যাজক অ্যাডাম গুস বলেন, একজন যাজকের হাতে এমন পাপ হবে তা আমরা কল্পনাও করতে পারিনি।