খবর সারাদিন রিপোর্ট : পিতার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নাজমুল হক ফাহিম (৬) নামে এক স্কুল শিক্ষার্থীকে নির্যাতন করেছে প্রতিপক্ষ। তার হাত ভেঙ্গে দেয়া হয়েছে। এর প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তাঁর সহপাঠিরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামপুর গ্রামে ফাহিমের নিজ স্কুল গ্রীণভালী আইডিয়েল স্কুলের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুলের সকল শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
ফাহিম বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের উত্তরপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। সে গ্রীণভালী আইডিয়েল স্কুলের নার্সারী বিভাগের ছাত্র। তাঁর বাবার সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৪ এপ্রিল বীরপাশা গ্রামের উত্তরপাড়া এলাকার বাসিন্দা আলমগীর মিয়া ও হেলাল মিয়া তাঁকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। এ ঘটনায় ৫ এপ্রিল বিজয়নগর থানায় ফাহিমের মা শেফালী আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীণভ্যালী আইডিয়েল স্কুলের অধ্যক্ষ মো. রেজাউল হক, সহকারী শিক্ষক কামাল মিয়া, অভিভাবক সদস কাজী মনোয়ার ও কাজী নিয়াজ উদ্দিন।
এ সময় তাঁরা বলেন, নিরপরাধ শিশু ফাহিমের উপর অমানবিক নির্যাতন করে তাঁর হাত ভেঙে দেয়া হয়েছে। যারা এ কাজ করেছে তাঁরা চিহ্নিত সন্ত্রাসী। এখনো তাঁরা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। আমরা অবিলম্বে তাঁদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যাতে করে ভবিষ্যতে আর কেউ কোনো শিশুকে নির্যাতনের সাহস না পায়।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম বলেন, আসামীদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
শেয়ার করুন