আন্তর্জাতিক ডেস্ক : নাইজারের রাজধানী নিয়ামে একটি ট্রাঙ্কার ট্রাক বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ এএফপিকে আজ সোমবার একথা জানিয়েছে।
নিয়ামের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি রাস্তায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। রাস্তায় বিস্ফোরিত ট্রাকের ও বিভিন্ন মোটরবাইকের ধ্বংসাবশেষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আগুনে নিকটস্থ বাড়িঘরও ক্ষতিগ্রস্থ হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বিস্ফোরণে ৫৫ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি মধ্যরাতে হঠাৎ একটি রেললাইনের ওপর উল্টিয়ে পড়লে ট্রাকের ট্যাংকার থেকে জ্বালানি তেল বের হচ্ছিল। লোকজন তখন ওই তেল সংগ্রহ করছিল। আর এমনি সময় বিস্ফোরণ ঘটে। এতে ট্রাকের প্রায় সবাই, মোটরবাইকের আরোহীরা ও সাধারণ জনগণ দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়।
আফ্রিকার একটি দরিদ্র দেশ নাইজার প্রতিবেশী রাষ্ট্র নাইজেরিয়া থেকে প্রায়ই তেল চোরাচালানের চেষ্টা চালায়। আর আফ্রিকার অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায়ও অতীতে পাইপ লাইন থেকে তেল চুরির ঘটনায় এ ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা গেছে।