,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

সেই নবজাতককে দত্তক নিতে হাসপাতালে ভিড়, পুলিশ মোতায়েন

resize 350x300x1x0 image 54283 1557914135

স্টাফ রিপোর্টার : রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার হওয়া ফুটফুটে নবজাতককে দত্তক নিতে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। হাসপাতালে জমে গেছে শত শত মানুষের ভিড়। শেরেবাংলা নগর থানায় আসছে শত শত ফোন।

শেষপর্যন্ত নিরাপত্তার জন্য শিশুটি যে কেবিনে রয়েছে সেখানে মোতায়েন করতে হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে বুধবার সকাল পর্যন্ত শিশুটিকে কেউ নিজের বলে দাবি করেনি।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম জানান, মঙ্গলবার রাত থেকেই শিশুটিকে দেখতে ও দত্তক নিতে হাসপাতালে ভিড় করছেন মানুষ। এতে করে শিশুর নিরাপত্তায় হাসপাতালে তার কেবিনের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। চিকিৎসক ও তদন্ত সংশ্লিষ্ট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

 

এদিকে শিশুটির বাবা-মাকে খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। বুধবার সকাল পর্যন্ত তার বাবা-মাকে পাওয়া যায়নি। এছাড়া শিশুটিকে কে বা কারা হাসপাতাল ফেলে গেছে সেটাও উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদ হাসান বলেন, শিশুটির বাবা-মাকে খুঁজে পেতে রাতে ‘ডিসি তেজগাঁও ডিএমপি’ ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়। এরপর থেকে অনেক ফোন আসছে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য। তবে আইনে অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ওই নবজাতককে হাসপাতালের টয়লেটে দেখতে পান এক রোগীর স্বজন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জাননো হয়। এরপর তাকে উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। শিশুটির বয়স আনুমানিক ৩ দিন।

শেয়ার করুন

Sorry, no post hare.