খবর সারাদিন রিপোর্ট : বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফর রহমানের প্রচারণার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বত্তরা। বুধবার রাত পৌনে নয়টায় উপজেলার হরষপুর ইউনিয়নের ইক্তারপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চেয়ারম্যান প্রার্থী রাতে ইক্তারপুর গ্রামে গণসংযোগ শেষে বাজারে চা পান শেষে গাড়ি বহর নিয়ে ফেরার পথে হামলা চালায় দুর্বত্তরা। বাজার থেকে কিছুদূর যাবার পর ২০/৩০ জন দুর্বত্ত লাঠি-সাটা, রড ও দা নিয়ে গাড়িবহরে অতর্কিতভাব হামলা করে। এ সময় দুর্বত্তরা নয়টি গাড়ি ভাঙচুর করে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
শেয়ার করুন