স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে সড়কে অপেশাদার কোনো চালককে গাড়ি চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘অদক্ষ চালকরা যানবাহন চালানোয় ঈদের সময় দুর্ঘটনা বেড়ে যায়। এ কারণে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে গাড়ি চালাতে দেওয়া হবে না। এ ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। এছাড়া পরিবহনে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদ ঘিরে সব কিছু বিবেচনায় রেখেই আমরা নিরাপত্তা প্রস্তুতি সাজাচ্ছি। সব জায়গায় আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। বৌদ্ধ পূর্ণিমা ঘিরেও অনেক কথা শোনা গিয়েছিল। কিন্তু সবকিছু ভালোভাবে, শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আগামী ঈদুল ফিতরও আমরা শান্তিপূর্ণভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ।’
ঈদ উপলক্ষে দোকানপাট এবং তৈরি পোশাক খাতের শ্রমিকদের সুবিধার কথা বিবেচনা করে আগামী ৪ জুন পর্যন্ত কিছু এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘পোশাক শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার সুবিধার্থে ব্যাংক খোলা রাখতে এফবিসিসিআইয়ের অনুরোধ আছে। এ কারণে বিশেষ বিশেষ এলাকায় জুনের ৪ তারিখও ব্যাংক খোলা থাকবে। এছাড়া ১ ও জুন ব্যাংক খোলা থাকবে।
ঈদকে ঘিরে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে টার্মিনাল, মার্কেট, দোকানপাট, ঈদগাহসহ সব জায়গায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলসহ বিভিন্ন জায়গায় আমাদের পর্যাপ্ত সিসি ক্যামেরা আছে। কেউ যদি নাশকতা করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কূটনৈতিক এলাকার নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এ সময় পুলিশের মহাপরিদর্শক, কোস্টগার্ডের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের কমিশনারসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা এই সভায় উপস্থিত ছিলেন।