,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে হামলার অভিযোগে সাংবাদিক সম্মেলণ

IMG 20190519 165000

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে হামলার অভিযোগে সাংবাদিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফুর রহমানের পক্ষে তার স্বামী লুৎফুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ১৫ ই মে উপজেলার হরষপুর ইউনিয়নের ইক্তারপুর বাজার থেকে গণসংযোগ শেষে কর্মীরা বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় আয়াত শাহ মাজার সংলগ্ন সেতু এলাকায় হরষপুর ইউনিয়ন চেয়ারম্যান সারোয়ার রহমান ভূঁইয়ার নির্দেশে তার ছেলে দর্পন রহমান ভূইয়ার নেতৃত্বে ২০/৩০ জনের সন্ত্রসী দল নিয়ে গাড়ির বহরে হামলা চালায়। এ সময় তারা একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ৭টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে আহত হয় অন্তত ১০জন কর্মী। হামলায় গাড়িতে থাকা কর্মীদের আত্মচিৎকারে আশপাশের লোকজন, থানা পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে। এই ঘটনায় বিজয়নগর থানা পুলিশ প্রথমে মামলা নিতে টালবাহানা করলেও পরে মামলা নেয়। মামলা নং-৩১, ১৮.০৫.২০১৯ইং। মামলায় ৫জনের নাম উল্লেখ করে আরো ২০/৩০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এই ঘটনায় বিচার ও আসন্ন নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন লুৎফর রহমান। সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, শেখ তৌফিক আহমেদ, মিজানুর রহমানসহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আগামী ১৮ই জুন পঞ্চম ধাপে বিজয়নগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Sorry, no post hare.