,
শিরোনাম:
সদ্য গ্রেফতার গৃহায়ণ মন্ত্রীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার নাশকতার মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাচিপ সভাপতি আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক নেতা আবু সাঈদ গ্রেফতার বিএনপির উপর দুর্নাম আসবে এমন কাজ থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে……কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুইমন্ত্রী-৮ সাবেক এমপিসহ ২৪০ জনের বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরক মামলা ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা , কারারক্ষী বরখাস্ত। ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডধারিদের মধ্যে টিসিবির পন্য বিক্রয় শুরু ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবনে শিশুর মৃত্যুর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ডিম ও পিঁয়াজের আড়তে ট্রাস্কফোর্সের অভিযানে দুই দোকানীকে ১ লক্ষ টাকা জরিমানা

নীলফামারীতে সরকারীভাবে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন ॥

Paddy Pic 20

খবর সারাদিন  রিপোর্ট :নীলফামারীতে সরকারী ভাবে ধান, গম, সিদ্ধচাল ও আতপ চাল সংগ্রহের উদ্ধোধন করা হয়েছে। জেলায় ধানের পরিমান দুই হাজার ৬১২, গম ৬৫২, সিদ্ধচাল ১৭ হাজার ৯৫৯ ও আতপ চাল ৬১৬ মেট্রিকটন ক্রয় করা হবে।

রবিবার (১৯ মে) বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা খাদ্য গুদাম চত্তরে জেলা প্রশাসক নাজিয়া শিরিন প্রধান অতিথি হিসেবে ক্রয় অভিযানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মো, আবুল কালাম আযাদ, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুজাউদৌলা, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, মিলার সমিতির সভাপতি আজিজুল হক, সাধারন সম্পাদক সামসুল হক প্রমুখ।
প্রান্তিক কৃষকদের কাজ থেকে সরাসরি কেজি প্রতি ২৬ টাকা দরে ধান, কেজি প্রতি ২৮ টাকা দরে গম ক্রয় করা হবে। অপরদিকে, সিদ্ধ চাল ৩৬ টাকা ও ৩৫ টাকা কেজি দরে আতপ চাল মিলারদের কাজ থেকে ক্রয় করবে সরকার।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী সাইফুদ্দিন অভি বলেন, জেলা সদরসহ ছয় উপজেলায় গম ৬৫২ মেট্রিক টন, দুই হাজার ৬১২ মেট্রিকটন ধান, ১৭ হাজার ৯৫৯ মেট্রিকটন সিদ্ধচাল ও ৬১৬ মেট্রিক টন আতপ চাল ক্রয় করা হবে।
এর মধ্যে, নীলফামারী সদর ৭৪০, সৈয়দপুর ২৩৬, ডোমার ৪১৩, জলঢাকা ৪৬২, ডিমলা ৪১১ ও কিশোরগঞ্জ ৩৫০ মেট্রিকটন ধান কৃষকদের কাজ থেকে ক্রয় করা হবে।
অপরদিকে, গম সদর উপজেলায় ২৬৫, সৈয়দপুর ২২, ডোমার ১২৮, জলঢাকা, ৯৬, ডিমলা ১০১, কিশোরগঞ্জ থেকে ৪০ মেট্রিকটনসহ মোট ৬৫২ মেট্রিকটন গম ক্রয় করা হবে।
সিদ্ধচালঃ- জেলা সদরে ৬ হাজার ৪৭৮, সৈয়দপুর ২ হাজার ৩৭৬, ডোমার দুই হাজার ৩৩৯, জলঢাকা ৩ হাজার ৯২৯, ডিমলা ১ হাজার ৮৫২ ও কিশোরগঞ্জে ৯৮৫ মেট্রিক টন সিদ্ধ চাউল সরাসরি মিলারদের কাছ থেকে ক্রয় করা হবে।
আতপ চালঃ নীলফামারী সদর ৫০৯ ও সৈয়দপুর উপজেলা থেকে ১০৭ মেট্রিকটন আতপ চাল একইভাবে মিলারদের নিকট থেকে কেনা হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পর্যায়ে বাছাইকৃত কৃষকদের তালিকা অনুযায়ী সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান, ২৮ টাকা কেজি দরে গম ক্রয় করা হবে।
এদিকে, ৩৬ টাকা কেজি দরে সিন্ধ চাল ও আতপ প্রতি কেজি ৩৫ টাকা দরে স্থানীয় মিলারদের কাছে ক্রয় করা হবে। প্রান্তিক কৃষকের সুবিধার্থে প্রয়োজনে মিলারদের হাট-বাজারে গিয়ে ধান ক্রয় করা ছাড়াও নারী কৃষকরা যাতে হয়রানী না হয় সেদিকে কঠোর নজরদারিসহ তারা সহজে যাতে সরকারের এই ক্রয় অভিযানে তাদের উৎপাদিত ধান (পণ্য) বিক্রি করতে পারে সেটাও আমাদের ভাবতে হবে।
উল্লেখ্য, একজন কৃষক গম ১৫০ কেজি থেকে ৩ হাজার কেজি ও ধান ১২০ কেজি থেকে ৩ হাজার কেজি পর্যন্ত ধান দিতে পারবে।

 

শেয়ার করুন

Sorry, no post hare.