খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের যৌথ আয়োজনে তিনদিন ব্যাপী ‘হজ্জবিষয়ক প্রশিক্ষন কর্মশালা’র উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান। এতে প্রধান সমন্বয়কারী ছিলেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন। এ সময় হজ্জ পালনে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন জাতীয় ঈমাম সমিতির সভাপতি মাও: মোস্তাক আহমেদ, জেলা ঈদগাহর খতিব মুফতি নোমান হাবিবী, হাবের প্রতিনিধি মাও: জাকির হোসেন, জেলা ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক কাজী মো: জাবেদ হোসেন। এতে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল হাসান। কর্মশালায় সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জ গমনেচ্ছু অর্ধশত হজ্জযাত্রী অংশগ্রহন করেন। আগামী ২৯শে মে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি হবে।
শেয়ার করুন