খবর সারাদিন রিপোর্ট : আসন্ন পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ২ চেয়ারম্যান প্রার্থীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক ৩ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার জানান, উপজেলার ৬ টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে ৩ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এ সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) এডভোকেট তানভীর ভূইয়াকে ১০ হাজার টাকা এবং স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুর রহমানকে (ঘোড়া প্রতীক) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পরবর্তীতে যেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণ না হয় সেজন্য প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
তারিখঃ ৬.৬.২০১৯