মহসিন পারভেজ, কুয়েত থেকে : ৯/৬/২০১৯ইং রবিবার সকালে কুয়েতের হাসাবিয়ায় ডানা কোম্পানির ব্যারাকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে বাংলাদেশী প্রবাসী সালাহ উদ্দিন । তার দেশের বাড়ী কুমিল্লা জেলায় । জানা গেছে গত চার মাস আগে সে দেশ থেকে ছুটি কাটিয়ে আসে।কিন্ত দুঃখের বিষয় হলো ১৪ বছর বিদেশে চাকুরী করে টাকা পয়সা যা কিছু সে দেশে পাঠিয়েছিল তার কোন হিসাব নেই এমনকি জায়গা জমি তার নামে নেই, কোন প্রকার সম্পদ তার জন্য রাখা হলো না। সব কিছু পিতা মাতা ও ভাইয়েরা আত্মসাৎ করে ফেলেছে। মনের দু:খে ক্ষুব্ধ হয়ে বিবাহ না করেই কুয়েতে চলে আসে। অবশেষে গতকাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শেয়ার করুন