,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিজয় হয়েছেন নাসিমা লুৎফুর রহমান।

IMG 20190618 223148

খবর সারাদিন রিপোর্ট : বিজয়নগরে প্রথম মহিলা চেয়ারম্যান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) নাসিমা লুৎফুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) এডভোকেট তানভীর ভূইয়া। মঙ্গলবার রাতে উপজেলার ৬৩টি ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাহেদুল ইসলাম।

তিনি জানান, নির্বাচনে নাসিমা লুৎফুর রহমান পেয়েছেন ৩৩ হাজার ৪৭৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ প্রার্থী তানভীর ভূইয়া পেয়েছেন ২৫ হাজার ৭৯৩ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ৩৮ হাজার ৩৩৯ ভোট পেয়ে মাহমুদুর রহমান মান্না এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেত্রী রাণী কলস প্রতীকে ৪৯ হাজার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্ধিতা করেন। এখানে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৪৯০ এবং নারী ভোটার ৮৩ হাজার ৮৭৩জন। এছাড়াও একই দিনে জেলার বাঞ্চারামপুর উপজেলায় প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় এখানে কোন পদেই নির্বাচন হচ্ছে না। এ উপজেলায় নৌকা প্রতীকে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত হয়েছেন।

শেয়ার করুন

Sorry, no post hare.