ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শাহবাজপুর সেতুর স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ায় এ সেতুর উপর দিয়ে সব ধরণের ভারী ও মাঝারী যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। ফলে মঙ্গলবার রাত থেকে সেতুটির উপর দিয়ে ছোটখাট যানবাহন চললেও ভারি ও মাঝারি যানবাহন বিকল্প পথে চলাচল করছে। এতে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট সড়কে ধীর গতিতে যান চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে এই সড়কে চলাচলকার যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন জানান, সন্ধ্যায় সেতুটির স্পেন ভেঙ্গে যাওয়ায় এ সেতুর উপর দিয়ে ভারী ও মাঝারী যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে।
প্রতারণার মাধ্যমে অতি দরিদ্রদের অর্থ আত্মসাৎ
ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিস্ট পার্টির প্রতিবাদ সমাবেশ
শেয়ার করুন