,
শিরোনাম:
নাশকতার মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাচিপ সভাপতি আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক নেতা আবু সাঈদ গ্রেফতার বিএনপির উপর দুর্নাম আসবে এমন কাজ থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে……কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুইমন্ত্রী-৮ সাবেক এমপিসহ ২৪০ জনের বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরক মামলা ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা , কারারক্ষী বরখাস্ত। ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডধারিদের মধ্যে টিসিবির পন্য বিক্রয় শুরু ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবনে শিশুর মৃত্যুর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ডিম ও পিঁয়াজের আড়তে ট্রাস্কফোর্সের অভিযানে দুই দোকানীকে ১ লক্ষ টাকা জরিমানা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া বিজয়নগরের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গ্রীন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বাগান পরিষ্কার ও গাছ লাগানো কর্মসূচি

001

নিজে বাঁচি পরিবেশ বাঁচাই, চলো সবাই গাছ লাগাই। এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে গ্রীন ব্রাহ্মণবাড়িয়া। আজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় ৩ পর্বে কাউতলি চত্তর সৌধ হিরণ্ময় স্থানে বাগান পরিষ্কার ও গাছ লাগানোর কর্মসূচি অনুষ্টিত হয়।উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু সাঈদ শামিম স্যার। গ্রীন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে গত শুক্রবার ফুকিরাপুলের বাগান পরিষ্কার ও গাছ লাগানোর ২য় পর্বের কর্মসূচি হয়। গ্রীন ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে অনলাইন ও অফলাইন ভিত্তিক বাগান সেবামূলক অব্যাবসায়িক ফেইজবুক সংগঠন।যার মাধ্যমে বিনা মূল্যে গাছ শেয়ারিং এবং কেয়ারিং করে থাকে। গাছ,বিজ,কান্ড,চারা ইত্যাদি বিতরণ করছে।তাদের উদ্দেশ্য সবার বাড়িতে বাগান করবে কিন্তু বিনা মূল্যে, সেটা সম্ভব কারণ যারা বাগান করে তাদের বাড়িতে অনেক অবশিষ্ট গাছ,ডাল,বিজ,চারা হয় সেটা সবাই সাধারণত ফেলে দেই, ফেলে দেওয়া অংশটা সবাইকে বিতরণে মাধ্যমে বাগান করছে। একজন বাগানি আরেজন বাগানিকে গাছ দিয়ে সাহায্য করছে। ফুল,ফল,সবজি চাষ করার পদ্ধতি ও পরিচর্চার বিষয় নিয়ে এই গ্রুপে আলোচনা করে।এই গ্রুপে গাছ বিতরণের সাতটি ইভেন্ট করেছে।সবাইকে বিনামূল্যে গাছ দিয়েছে। আবার সেই গাছ গুলো কিভাবে যত্ন করবো তার পরামর্শ দিচ্ছে। প্রতিটা বাড়ির ছাদ,বারান্দা,আঙ্গিনা কে সবুজ করার একটা সুন্দর উদ্যোগ। যে কেউ প্রাথমিক পার্যায়ে বাগন করতে পারবে বিনা মূল্যে।।

শেয়ার করুন

Sorry, no post hare.