খবর সারাদিন রিপোর্ট : অযথা শ্রমিক ছাঁটাই বন্ধ, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিকরা। কেন্দ্রীয় নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে মঙ্গলবার রাত ১২টা ১মিনিট থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পন্য নিয়ে আসা প্রায় দেড় শতাধিক কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে আটকে পড়েছে। কর্মবিরতীর কারণে নদী বন্দরে নোঙ্গর করা কার্গো জাহাজ থেকে বন্ধ রয়েছে সকল প্রকার পণ্যে খালাস। বন্ধ হয়ে গেছে আশুগঞ্জের সাথে দেশের পূর্বাঞ্চলীয় ৬টি নৌ-রুটের লঞ্চ যোগাযোগ। এ ব্যাপারে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক এ,কে, এম হাবিবুল্লাহ বাহার জানান, নৌযান শ্রমিকেরা ১১ দফা দাবিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কর্মবিরতি শুরু হয়েছে। ন্যায দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
শেয়ার করুন