খবর সারাদিন রিপোর্ট : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী ভাঙ্গন রোধে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধ করতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। নদী ভাঙ্গন শুধু সরকারের পক্ষে বন্ধ করা সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি বলেন, নদী ভাঙ্গনের প্রধান কারণ হল অবৈধভাবে বালু উত্তোলণ। তাই অসাধু বালু ব্যবসায়ীদের ব্যাপারে জনগনকে সচেতন ও সতর্ক থাকতে হবে। তিনি আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নজরদৌলত গ্রামে ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। পরে তিনি উপজেলার কেদারখোলা, বাইশমৌজা, চরলাপাং, সাহেবনগর ও মানিক নগরসহ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এছাড়া বড়িকান্দি হয়ে ধরাভাঙ্গা এমপি বাঁধ পর্যন্ত মেঘনা নদীর বামতীর সংরক্ষণ প্রস্তাবিত প্রকল্প এলাকাও তিনি পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলসহ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন