খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আজহার দিনে ডেঙ্গু আক্রন্তদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে তাদের পাশে দাড়িয়েছে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। সোমবার দুপুরে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তদের সাথে দেখা করে তাদের চিকিৎসা এবং শারীরিক উন্নতির বিষয়ে খোঁজখবর নেন। সে সাথে তিনি আক্রান্তদের নিবিড় চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে জেলা প্রশাসক ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাঝে ডাব, মাল্টাসহ বিভিন্ন ধরনের ফলমূল বিতরণ করেন। এ সময় জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোঃ শওকত হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়াসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ২০৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে সনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে ৬১ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
শেয়ার করুন