খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। সোমবার বৈরী আবহাওয়ার কারণে সকাল সোয়া ৮ টায় জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হযরত মাওলানা নোমন আল হাবিবী। এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহন করেন। এছাড়াও টেংকের পাড় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, শেরপুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় এবং সুহিলপুর ঈদগাহ মাঠে সকাল ৯ টায়সহ জেলায় ৮৩২ টি স্থানে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। পরে মহান আল্লাহকে খুশী করতে পশু কোরবানী করা হয়।
শেয়ার করুন