,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগিরক পার্টির বিক্ষোভ মিছিল আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি’র উদ্যোগে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর

সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন

IMG 20190912 000052

মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : জিটিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি জহির রায়হানের মুক্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান জিল্লর রহমান। এতে বক্তব্য রাখেন বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার, বাইশমৌজা বাজার কমিটির সভাপতি হাজি আরিজ মিয়া, বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজি ধন মিয়া, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অলি আহমেদ, জহির রায়হানের ছোট ভাই মাজহারুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে তাকে খুনের মামলায় জড়ানো হয়েছে। এর পেছনে কলকাঠি নাড়ছে বীরগাঁওয়ের চেয়ারম্যান কবির হোসেন। এই দাঙ্গাবাজ চেয়ারম্যানকে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি থেকে তিনমাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। যেখানে হত্যাকা- হয় তা জহিরের বাড়ির পাশের ইউনিয়ন। তাকে পরিকল্পিতভাবে আসামি করা হয়েছে। এই মামলা থেকে জহির রায়হানকে অব্যাহতি প্রদান করে মুক্তি দেওয়া হোক। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের জোড়া খুনের মামলায় গত ৬ সেপ্টেম্বর শহরের কাউতলি এলাকা থেকে জহির রায়হানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। তিনি ওই মামলার ৯৩ নম্বর আসামি।

শেয়ার করুন

Sorry, no post hare.