লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে তাপসী পান্নু একচোট সমালোচনার শিকার হয়েছেন। সৌজন্যে, কঙ্গনা রানাউত ও তাঁর বোন রঙ্গোলি চান্ডেল। তবে চুপ করে থাকেননি তাপসীও। ‘সন্ড কী আঁখ’ ছবিতে তাপসীর প্রবীণ লুক নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন রঙ্গোলি। বলেছিলেন, এই ধরনের কাজ ‘এজিজম’ এবং ‘সেক্সিজম’কে সমর্থন করে। তিনি জানিয়েছেন, তাপসীর চরিত্রটির প্রস্তাব প্রথমে গিয়েছিল কঙ্গনার কাছে। কিন্তু কঙ্গনা বলেছিলেন, এই ধরনের চরিত্র নীনা গুপ্তর বয়সি অভিনেত্রীদের জন্যই উপযুক্ত। ‘…আমাদের বয়সি চরিত্রগুলো অন্তত আমাদের দিন’ এই বলে টুইট করে বিতর্কে জড়ান নীনা গুপ্তও। তার জবাবও দিয়েছেন রঙ্গোলি। সেখানেও বিঁধেছেন তাপসীকে। পাল্টা জবাবে তাপসী বলেছেন, ‘মাদার ইন্ডিয়া’ ছবিতে যখন সুনীল দত্তের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন নার্গিস, তখন তো এত কথা হয়নি! ‘থ্রি ইডিয়টস’-এ আমির খান কমবয়সি চরিত্রে অভিনয় করেছিলেন। তার জন্য কেউ তাঁদের বিরুদ্ধে ‘এজিজম’ কিংবা ‘সেক্সিজম’-এর অভিযোগ আনেননি।
শেয়ার করুন