,
শিরোনাম:
বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত ৯ ঘন্টাপর গন্তব্যের দিকে রওয়ানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন শেষে হামলা, ৪ ছাত্র আহত। টিকেটে কালোবাজারি আটক কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার স্ত্রীর পরকীয়ার কারনেই জোড়া হত্যাকান্ড \ আদালতে ঘাতক স্বামীর দায় স্বীকার ব্রাহ্মণবাড়িয়ায় পানির ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার সরাইলে মহাসড়কের পাশের ৪০ দোকান উচ্ছেদ ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি পালন

আনোয়ারা প্রেসক্লাবের কমিটি গঠনআনোয়ার সভাপতি, জাহেদ সম্পাদক

received 394218974576531

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্টিত সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

সভায় গঠিত ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি সর্ব সম্মতিক্রমে এম. আনোয়ারুল হককে (দৈনিক সমকাল ও পূর্বকোণ) সভাপতি ও জাহেদুল হককে (দেশ রূপান্তর ও চট্টগ্রাম মঞ্চ) সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ২০১৯-২১ গঠন করা হয়।

কমিটির অন্যারা হলেন, মোহাম্মদ মোরশেদ হোসেন (প্রথম আলো) সিনিয়র সহ সভাপতি, একেএম নুরুল ইসলাম (আজাদী) সহ সভাপতি, হুমায়ূন কবির শাহ্ সুমন (ভোরের কাগজ ও সুপ্রভাত) যুগ্ম সম্পাদক, ডি এইচ মনসুর (আমার সংবাদ ও কর্ণফুলী) অর্থ সম্পাদক, মো. আক্কাস উদ্দিন (নয়া বাংলা) সাংস্কৃতিক সম্পাদক, মো. জাহাঙ্গীর আলম (যায়যায়দিন ও সাঙ্গু) ক্রীড়া সম্পাদক, মো. ইমরান হোসাইন (মানবকন্ঠ ও চট্টগ্রাম প্রতিদিন) গ্রন্থাগার সম্পাদক, কোরবান আলী টিটু (আজকালের খবর) সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক, মোহাম্মদ সোহেল (বিজয় টিভি) প্রচার ও প্রকাশনা সম্পাদক, নুরুল আবছার তালুকদার (ইনকিলাব), খালেদ মনছুর (পূর্বদেশ), রেজাউল করিম সাজ্জাদ (সিপ্লাস টিভি) ও মো. মহিউদ্দিন মনজুরকে (সকালের সময়) কার্যকরী সদস্য করা হয়।

শেয়ার করুন

Sorry, no post hare.