খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ইলেট্রনিক ডিভাইস ঢ়ড়রহঃ ড়ভ ংধষব (ঢ়ড়ং) এর মাধ্যমে ই-ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইনে প্রধান অতিথি থেকে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। অনুষ্ঠানে ই-ট্রাফিকের সহায়তায়কারী প্রতিষ্ঠান মোবাইল কোম্পানী গ্রামীনফোন ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে জেলা পুলিশের চুক্তি হয়। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা কুমিলা-সিলেট মহাসড়কে দায়িত্ব দুটি গাড়িকে আটকের পর মামলা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শেয়ার করুন