খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার তিনলাখ পীর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজনা নদী থেকে নিষিদ্ধ হ্যান্ড ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলণের সময় বেশ কয়েকটি হ্যান্ড ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়। তবে প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ড্রেজার পরিচালনাকারীরা পালিয়ে গেলে তাদের আটক করা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ সময় ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বিজনা নদী থেকে বালু উত্তোলণ করছিল।
শেয়ার করুন