খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং সরবরাহ পরিস্থিতি মনিটরিংকল্পে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শাহআলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম প্রমূখ। সভায় জানানো হয়, পিয়াজের মূল্য কমতে শুরু করেছে। সে সাথে লবনের বাজার দরও স্বাভাবিক রয়েছে। যারাই গুজব রটিয়ে বাজারের পরিবেশ অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ব্যবাসায়ীক নেতৃবৃন্দসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।