খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী সংসদ সদস্যের বিরুদ্ধে শ্বশুড়বাড়ির সম্পদ আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলণ করেছে প্রবাসী ননদ রুবি ইয়াছমিন। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অস্ট্রেলিয়া থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, তার ভাই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রয়াত ইকবাল আজাদের স্ত্রী ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) সংসদ সদস্য নির্বাচিত হবার পর থেকে পারিবারিক বিভিন্ন সম্পদ পৈত্রিক ওয়ারিশদের বঞ্চিত করে আত্মসাতের পায়তারা করছেন। এর প্রতিবাদ করায় তার ভাবি শিউলী আজাদ বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করে তাদের পরিবারকে হয়রাণি ও নানাভাবে হুমকী দিচ্ছে। এছাড়াও গোটা এলাকা তার কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ মানুষ। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের সাথে তার চলাফেরার বিষয়টি ওপেন সিক্রেট বলেও তিনি অভিযোগ করেন। তারা এ ঘটনার প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত অভিযোগও পাঠিয়েছেন বলে জানান।
এ বিষয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্য শিউলী আজাদের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি খবর সারাদিনকে জানান কারো সম্পত্তি কেউ আত্মসাৎ জবর দখল করে রাখতে পারেনা, তার ননদ রুবি ইয়াছমিনের অভিযোগ মিথ্যা বানোয়াট।