খবর সারাদিন রিপোর্ট : ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সুস্থ সুস্থ হয়েছে এক হাজারের বেশি মানুষ। আর দেশটিতে একদিনে মৃত্যু বরণ করেছে ৬৩৬ জন মানুষ।
সোমবার (৬ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ২২ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও পর্যন্ত ইতালিতে সুস্থ হয়েছেন ২২ হাজার ৮৩৭ জন।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ইতালিতে করোনায় মৃত্যু আবারও বেড়েছে। রোববারের তুলনায় সংক্রমণও বেড়েছে প্রায় দুই শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৯৯ জন। এছাড়া দেশটিতে টানা তৃতীয় দিনের মতো করোনা রোগীদের জন্য আইসিইউ শয্যার ব্যবহারও কমে এসেছে।
সোমবার পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে এক লাখ ৩২ হাজার ৫৪৭ জন আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ হাজার ৫২৩ জন।
অ্যাঞ্জেলো বোরেল্লি আরও জানান, গত এক দিনে দেশটিতে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৯৯ জন। আর মৃত্যু হয়েছে ৬৩৬ জনের।
এদিকে করোনা ভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের সহায়তার জন্য রোবট চিকিৎসক ব্যবহার শুরু করেছে ইতালি। নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) থাকা ভাইরাসে আক্রান্ত আশঙ্কাজনক রোগীর পালস পরীক্ষা করে দেখছে এসব রোবট। আবার কখনও রোগীদের ওষুধও খাইয়ে দিচ্ছে। ইতালির ভ্যারেসে হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা শুরু করেছে ছয়টি রোবাট।