খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় নকল হ্যান্ড সেনিটাইজার কারখানা সীলগালা করে দিয়েছে প্রশাসন। এসময় কারখানার মালিক ইয়াছিন মিয়াকে এক লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের কালিসীমা গ্রামে এ নকল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নকল কারখায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানায় গিয়ে দেখা যায় রং ও কেমিক্যাল দিয়ে নকল জনসন নামে হ্যান্ড সেনিটাইজার তৈরি করা হচ্ছে। এই কারখানা কোন রকম অনুমোদন ছাড়াই নিজেরা ঘরে বসে এসব নকল স্যানিটাইজার বোতলে ভরে বাজারজাত করে আসছিল। এসময় সেখানে এই কারখানার মালিকদের মধ্যে একজন ইয়াছিনকে একলক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুইড্রাম কেমিক্যাল উদ্ধার করে ধ্বংস ও কারখানাটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
শেয়ার করুন