খবর সারাদিন রিপোর্ট : করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় ব্রাক্ষনবাড়িয়া জেলাকে অবরুদ্ধ (লক ডাউন) ঘোষণা করেছেন জেলা প্রশাসক। শনিবার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে এ সংক্রান্ত ঘোষনা দেন ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রশাসক। সন্ধ্যা ৬ টায় এ সিদ্ধান্ত কার্যকর হবে। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, জেলায় অন্য জেলার জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌ পথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোন জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্ত ঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই রূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরণের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে এ আদেশ বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
শেয়ার করুন