,
শিরোনাম:
শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল বিজয়নগরে বিএনপির নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন নবীনগরে ১১ চোরাই মোটর সাইকেল উদ্ধার ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ব্রাহ্মণবাড়িয়ায় নারী আটক বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত ৯ ঘন্টাপর গন্তব্যের দিকে রওয়ানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন শেষে হামলা, ৪ ছাত্র আহত। টিকেটে কালোবাজারি আটক কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার

ব্রাক্ষনবাড়িয়ায় বিজিডির ৯’শ কেজি চালসহ আটক ৫, বিজয়নগরে ১৪ বস্তা উদ্ধার

images 21 1

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুস্থ, অসহায় ও গরীব মহিলাদের জন্য দেয়া খাদ্য সহাতার ৯’শ কেজি বিজিডি’র চালসহ ৫ জনকে আটক করা হয়েছে। এসব চাল কার্ডধারীরা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে বিক্রি করে দিয়েছেন বলে জানা যায়। রবিবার দুপুরে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের সামসু মিয়ার বাড়ির সামনে থেকে আল আমিন মিয়ার গরুর খামার ও আলমনগর এলাকার নাজমুল মিয়ার চাতালকল থেকে এই চালসহ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার তাদের আটক করেন। এসময় আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার সাথে ছিলেন। আটককৃতরা হল, চাতাল মালিক নাজমুল হক, আড়াইসিধা ভবানীপুর এলাকার শাহজাহান, শাহাবুদ্দিন, খামার মালিক আল আমিন ও ফারুক মিয়া। তাদের আশুগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারী খাদ্য সহায়তার চাল রবিবার সকালেই আড়াইসিধা ইউনিয়ন পরিষদ থেকে ১’শ ৪১ পরিবারের মাঝে চার হাজার ২’শ ৩০ কেজি চাল বিতরণ করা হয়। এসব চাল দুস্থ, অসহায় ও গরীব মহিলা বিজিডি কার্ডধারীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। এসব চাল ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে বাড়িতে নেয়ার আগেই পরিষদ থেকে কিছু দূরে গিয়ে ৩১ জন কার্ডধারী বিক্রি করে দেয়। চাল গুলো কিনে নেয় আড়াইসিধা ভবানীপুর এলাকার শাহজাহান, শাহাবুদ্দিন ফারুক ও মোশারফ মিয়া। এই চাল সংগ্রহ করে আর এন অটো রাইস মিলের মালিক নাজমুল হকের কাছে পাঠানোর জন্য মজুদ করছিল তারা। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার গিয়ে আড়াইসিধা সামসু মিয়ার বাড়ির আল আমিনের গরুর খামারে অভিযান চালায়। সেখান থেকে ১১টি বস্তায় ৫’শ ৯৭ কেজি চাল উদ্ধার করে। এসময় ৪জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার আলমনগরে অভিযান চালিয়ে নাজমুল মিয়ার আর এন অটো রাইস মিল থেকে ৩’শ কেজি চাল উদ্ধার করেন। তখন চাতাল মালিক নাজমুল হককে আটক করা হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিমুল হায়দার জানান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন। এছাড়াও বিজিডি’র কার্ড নিয়ে এভাবে চাল যারা উত্তোলন করে বিক্রি করে দিচ্ছেন তাদের খুঁেজ বের করে কার্ড বাতিলসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিজয়নগরের বিষœপুর থেকে ১৪ বস্তা সরকারী চাল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায় নি। এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Sorry, no post hare.