খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১৪ জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাযায়, আক্রান্তদের মধ্যে ২ জনের বাড়ি জেলার আখাউড়া ও ২ জনের বাড়ি নাসিরনগর উপজেলায়। এর মধ্যে একজন নাসিরনগরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রবাসীর ভাইও রয়েছে। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় আসা নমুনার পরীক্ষার প্রতিবেদনে ৪ জন কারোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। জেলায় এখন পর্যন্ত ১৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০৭ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এখন পর্যন্ত মারা যাওয়া দুই জনসহ ১৪ জনের পজেটিভ প্রতিবেদন পাওয়া গেছে।
এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে ভারতে আটকে পড়া আরও ১০ জন বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে দেশে ফেরেন তারা। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। চেকপোস্ট থেকে তাদেরকে জেলার বিজয়গর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।