খবর সারাদিন রিপোর্ট : করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় ১শ প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের কাজি পাড়াস্থ আইডিয়াল স্কুল মাঠে নরসিংদী জেলার জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান সৈয়দা ফারহানা কাউনাইনের নিজ উদ্যোগে এ্ই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিবন্ধীদের কল্যাণে গড়া সংগঠন ড্রিম ফর ডিসএ্যাবিলিট ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় এ সময় তাদেরকে চাউল, ডাল, ছোলা, পেয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সদর উপেজলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ লোকমান হোসেন, ড্রিম ফর ডিসএ্যাবিলিট ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না প্রমূখ।
শেয়ার করুন