,
শিরোনাম:
নাশকতার মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাচিপ সভাপতি আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক নেতা আবু সাঈদ গ্রেফতার বিএনপির উপর দুর্নাম আসবে এমন কাজ থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে……কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুইমন্ত্রী-৮ সাবেক এমপিসহ ২৪০ জনের বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরক মামলা ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা , কারারক্ষী বরখাস্ত। ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডধারিদের মধ্যে টিসিবির পন্য বিক্রয় শুরু ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবনে শিশুর মৃত্যুর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ডিম ও পিঁয়াজের আড়তে ট্রাস্কফোর্সের অভিযানে দুই দোকানীকে ১ লক্ষ টাকা জরিমানা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া বিজয়নগরের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

images

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের মেড্ডা এলাকার বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়। পরে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ সুস্থ হওয়া ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা জানানো শেষে প্রত্যেককে এ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের বাড়ি পৌছে দেয়ার ব্যবস্থা করে। এ নিয়ে জেলায় ১৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত ৩৯ জন করোনা আক্রান্ত রোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ২ জন।সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, আইসোলেশনের থাকা রোগীদের নিয়মিত দেখবাল করা হচ্ছে। এ পর্যন্ত ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আশা করি বাকিরাও সুস্থ হয়ে উঠবেন।

শেয়ার করুন

Sorry, no post hare.