,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

images

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের মেড্ডা এলাকার বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়। পরে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ সুস্থ হওয়া ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা জানানো শেষে প্রত্যেককে এ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের বাড়ি পৌছে দেয়ার ব্যবস্থা করে। এ নিয়ে জেলায় ১৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত ৩৯ জন করোনা আক্রান্ত রোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ২ জন।সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, আইসোলেশনের থাকা রোগীদের নিয়মিত দেখবাল করা হচ্ছে। এ পর্যন্ত ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আশা করি বাকিরাও সুস্থ হয়ে উঠবেন।

শেয়ার করুন

Sorry, no post hare.