ডেস্ক রিপোর্ট : চীনে আবারো করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা। চীনে ১০টি প্রদেশে করোনায় আক্রান্ত নতুন রোগী পাওয়া যাওয়ায় সোমবার তিনি এই শঙ্কা প্রকাশ করেন।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে বলা হয়, রবিবার চীনে তিন জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই তিন জনই চীনের বাইরে থেকে এসেছেন বলে জানা গেছে। এ ছাড়া উপসর্গহীন করোনায় আক্রান্ত ১৩ জনকে পাওয়া গেছে। এদের মধ্যে ১১ জনই চীনের স্থানীয়। রবিবার পর্যন্ত চীনে উপসর্গহীন করোনায় আক্রান্ত ৯৬২ জন শনাক্ত করা হয়েছে।
উপসর্গহীন করোনায় আক্রান্তদের জ্বর, শ্বাস কষ্ট না থাকলেও তাদের কাছ থেকে করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং লেন, ১০টি প্রদেশ থেকে স্থানীয়ভাবে করোনার সংক্রমণের খবর পাওয়া গেছে। এ থেকে বোঝা যায় যে আবারো করোনা প্রকোপ বাড়তে পারে।
যদিও এমন অবস্থায় চীনের রাজধানী বেইজিংয়ে অনেক অফিস, ব্যবসা খুলে দেয়া হয়েছে। চীনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৮০ জন। মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।