মুজাম্মিল চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে করোনা সংকটে অসহায় ও কর্মহীন হয়ে পড়া ৮ হাজার পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শেষ হয়েছে। আজ বুধবার দুপুরে কার্যক্রমের শেষ দিনে সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও শ্রীপুর গ্রামে লুৎফুর রহমান ফাউন্ডেশনের অফিস সংলগ্ন মাঠে ৮শ পরিবারের মাঝে লুৎফুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৫ কেজিচালসহ ডাল, তেল, আলু, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌছে দেন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান ও লুৎফুর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূইয়া, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, লুৎফুর রহমান ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আবুল খায়ের, প্রকাশ কুন্ডু হারুনুর রশিদ মোঃ তপু ইয়াসমিন বেগম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় মানুষের পাশে দাড়াতে পর্যায়ক্রমে ৮ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। আগামীতেও কার্যক্রম অব্যাহত থাকবে।