খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র নিজস্ব অর্থায়নে করোনা সংকটে অসহায় ও কর্মহীন গরীব পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী-লুঙ্গী বিতরন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে আইনমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার বায়েক ইউনিয়নের কয়েকটি গ্রামের ৫ শতাধিক অসহায় কর্মহীন মানুষের মাঝে এ সকল উপহার সামগ্রী বিতরন করা হয়। আইনমন্ত্রীর ঈদ উপহার বাবদ তাঁর নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ার ১০ হাজার অসহায় ও কর্মহীন মানুষের জন্য ৪১ লাখ টাকার শাড়ী-লুঙ্গী বিতরন করা হচ্ছে। কসবায় ৬ হাজার ও আখাউড়ায় ৪ হাজার মানুষের মাঝে এ সকল ঈদ উপহার বিতরন কার্যক্রম চলছে। কসবায় বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ রাশেদুল কাওসার ভূইয়া জীবন। এসময় কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূইয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য কোভিড-১৯ দুর্যোগ শুরু হওয়ার পর আইনমন্ত্রীর পক্ষ থেকে এবং তাঁর নির্দেশনা মোতাবেক ৩ কোটি টাকার ত্রান ও খাদ্য সামগ্রী এলাকার অসহায় কর্মহীন মানুষের মাঝে বিতরন করা হয়েছে। দুর্যোগ চলাকালীন সময়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
শেয়ার করুন