,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু লরিকে অতিক্রম করতে গিয়ে আখাউড়ায় মোটর সাইকেল চালক নিহত নাসিরনগরে দুই মাসে ৩১ ট্রান্সফরমার চুরি,বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কা অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার

images 31 1

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার দুপুরে জেলার সরাইল ও নাসিরনগর উপজেলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলো সরাইল উপজেলার কবির হোসেন ও নাসিরনগর উপজেলার মোহন লাল।

পুলিশ জানায়, নিখোঁজের তিন দিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কবির হোসেন (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের সাব্বির মিয়ার ছেলে। সোমবার দুপুরে খালের কচুরিপানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। কবির গত ১৪ মে রাত থেকে নিখোঁজ ছিল। ১৭ মে পরিবারের পক্ষ থেকে সাধারন ডায়রি করা হয়েছিল।

এছাড়াও নাসিরনগর উপজেলায় ফান্দাউক ইউপির বলভদ্র নদীর কাছে পাট ক্ষেত থেকে মোহন লাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার সকালে গরুর ঘাস কাটতে গিয়ে সে আর বাড়ি ফিরেনি। সোমবার দুপুরে স্থানীয়রা পাট ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তারও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Sorry, no post hare.