ডেস্ক রিপোর্ট : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে রেকর্ড ৫ হাজার ২৪২ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। সেইসঙ্গে মৃত্যু হয়েছে ১৫৭ জনের।
সোমবার দেশটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছে। মোট মৃত্যু ৩ হাজার ২৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৮২৪ জন। এতে সুস্থের হার ৩৮ দশমিক ২৯ শতাংশ।
এদিকে দেশটিতে চতুর্থ দফায় আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।
আক্রান্তের সংখ্যায় ভারতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৩৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু এই রাজ্যেই আক্রান্ত হয় ২,৩৪৭ জন।
এছাড়া সংক্রমণের হিসেবে মহারাষ্ট্রের পরেই গুজরাট, তামিলনাড়ু এবং দিল্লির অবস্থান। এনডিটিভি।
শেয়ার করুন