খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায়য় ৩৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৪। আজ শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে সদর উপজেলার বেতবাড়িয়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ভৈরব উপজেলার কালিপুর গ্রামের মোঃ আলী হোসেন (৩৩) ও মোঃ জামাল (৪০)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের, সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এ সময় একটি পিকাআপ থেকে ৩৭ কেজি গাঁজাসহ তাদের ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
শেয়ার করুন