খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছে। উপজেলার সেজামোড়া ও রামপুরা গ্রামে এ ঘটনাগুলো ঘটে। জানাযায়, প্রতিপক্ষের হামলায় সেজামোড়া গ্রামের আহত ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে পাহাড়পুর ইউপির সেজামোড়া গ্রামের আবু সামার ছেলে। পরিবারের সদস্যরা জানায়, গত ২৪ মে পূর্ব বিরোধ নিয়ে সেজামোড়া পূর্বপাড়া গ্রামের বাদল ভূইয়ার ছেলে কাউসার ভূইয়ার নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল নাসিরের উপর হামলা চালায়। হামলায় তার দেহের বিভিন্ন অংশ থেতলে দেয়া হয়। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। এদিকে উপজেলার রামপুরা বাজারে ১০ টাকার ছেড়া টাকা নিয়ে তর্কাতর্কির জের ধরে প্রতিপক্ষের হামলায় বাসুদেব নামের একজন নিহত হয়েছে। সে চান্দুরা ইউপির রসুলপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক পরিতোষকে আটক করেছে। এর আগে দুপুরে বাজারে পন্য বিক্রয় শেষে বাসুদেবের ভাই জয়দেব পরিতোষকে ১০ টাকার ছেড়া নোট পাল্টে দিতে বলায় এই বাদানুবাদের সৃষ্টি হয়।
শেয়ার করুন