খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরিস্থিতি নিয়ে জেলা কমিটির জরুরী বৈঠক করেছে। বৈঠকে চলতি অবস্থায় ব্রাহ্মণবাড়িয়াতে করোনা পরীক্ষার জন্য ল্যাবরোটারী স্থাপনের প্রস্তাব দিয়েছে প্রশাসন। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা সদর হাসপাতালে করোনা ল্যাব স্থাপনের প্রস্তাব দেয়া হয়। গত কয়েকদিনে জেলায় করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় কর্তৃপক্ষ এ বৈঠক আহ্বান করে। বৈঠকে ভারত থেকে আগত যাত্রীদের ৩ দিন কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করে নমুনা সংগ্রহ করে বাড়িতে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহিত হয়। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রশাসন এমন সিদ্ধান্ত গ্রহন করেছে। ইতোমধ্যে সদর হাসপাতালের ১৮ টি কেবিন ও ডেন্টাল ইউনিট লকডাউন ঘোষনা করা হয়েছে। গত এসব ইউনিটের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বৈঠকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, ক্যাপ্টেন তাহমিদ আলাভী, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ করোনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।