,
শিরোনাম:
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির একাংশের সমাবেশ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত \ সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবি কোলে পিঠে করে মানুষ করা ফারহানই পুড়িয়ে মারল শারমীনকে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘন্টা কর্মবিরতি পালন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, আটক ১ বিভিন্ন ধরনের মাদকসহ ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুগঞ্জে মেঘনার তীর দখল করে অবৈধ জেটি নির্মান \ ঝুঁকিতে দুটি বিদ্যুৎ কেন্দ্র আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিক্সা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৭দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদশ জাতীয় পার্টি সংসদ দখল করবে…….সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাঁজা ও ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে ৪ যুবক আটক।

IMG 20200605 162909

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ যুবককে আটক করেছে র‌্যাব ১৪। আজ  শুক্রবার সকালে উপেজলার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ঝালকাঠি জেলার মোঃ রানা (২৪), নাটোর জেলার মোঃ মান্না (১৯), হবিগঞ্জ জেলার মোঃ সাজন মিয়া (২২) ও মোঃ রিপন (২৩)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়ার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করেন। তল্লাশি চালানোর সময় একটি পিকআপ ভ্যানকে সন্দেহ জনক মনে হলে তাতে অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজা ও ২৬৩ বোতল ফেন্সিডিল সহ তাদের ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

Sorry, no post hare.